বিদ্যালয়ের পোশাক (School Uniform)

বিদ্যালয়ের পোশাক (School Uniform)

ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম প্রতিদিন পরিধান করে বিদ্যালয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। ইউনিফর্ম পরিষ্কার, পরিপাটি ও যথাযথভাবে পরা আবশ্যক। ছেলে-মেয়েদের ইউনিফর্ম পৃথক হলেও শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার মান একই রকম বজায় রাখতে হবে। বিদ্যালয়ের নির্ধারিত জুতো, মোজা, চুলের পরিচ্ছদ, পরিচ্ছন্নতা ও বাহ্যিক শৃঙ্খলা সম্পর্কে কোনো ব্যতিক্রম গ্রহণযোগ্য নয়। ইউনিফর্ম শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সমতা ও দায়িত্ববোধ জাগ্রত করে, তাই বিদ্যালয়ের নির্দেশিকা যথাযথভাবে মানতে অনুরোধ করা হচ্ছে।