১. উদ্দেশ্য
২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াকে সুসংগঠিত, স্বচ্ছ ও নথিভিত্তিক করার উদ্দেশ্যে এই চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করা হলো।
চলতি শিক্ষাবর্ষে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণি ও নবম শ্রেণিতে অনলাইন পদ্ধতিতে ভর্তি গ্রহণ করা হবে।
পঞ্চম শ্রেণির জন্য একটি সম্ভাব্য ভর্তি-তারিখ উল্লেখ করা হয়েছে; তবে পঞ্চম শ্রেণির ভর্তি গ্রহণ করা হবে কি না—সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এ বছর সপ্তম ও অষ্টম শ্রেণিতে কোনো ভর্তি গ্রহণ করা হবে না। ভবিষ্যতে প্রয়োজন হলে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
২. অনলাইন ফর্ম ফিলাপ (শুধুমাত্র ষষ্ঠ ও নবম শ্রেণি)
ষষ্ঠ ও নবম শ্রেণির ভর্তি আবেদন অনলাইন প্রক্রিয়ায় বাধ্যতামূলক।
অনলাইন ফর্ম ফিলাপের সময়সীমা: ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫।
আবেদন সংক্রান্ত সমস্ত নির্দেশিকা বিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত থাকবে; আবেদন করার পূর্বে অবশ্যই তা মনোযোগ সহকারে দেখে নিতে হবে।
বাংলা শিক্ষা পোর্টালের স্টুডেন্ট আইডি ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৩. বয়সসীমা (শ্রেণি অনুযায়ী ভর্তি যোগ্যতা)
শ্রেণি জন্মতারিখের সীমা ভর্তি সময় আনুমানিক বয়স
পঞ্চম শ্রেণি (Class V) ১০ বছর পূর্ণ ০২/০১/২০১৫ থেকে ০১/০১/২০১৬
ষষ্ঠ শ্রেণি (Class VI) ১১ বছর পূর্ণ ০২/০১/২০১৪ থেকে ০১/০১/২০১৫
সপ্তম শ্রেণি (Class VII) ১২ বছর পূর্ণ ০২/০১/২০১৩ থেকে ০১/০১/২০১৪
অষ্টম শ্রেণি (Class VIII) ১৩ বছর পূর্ণ ০২/০১/২০১২ থেকে ০১/০১/২০১৩
নবম শ্রেণি (Class IX) ১৪ বছর পূর্ণ ০২/০১/২০১১ থেকে ০১/০১/২০১২
> দ্রষ্টব্য: ভর্তির যোগ্যতা সম্পূর্ণরূপে জন্মতারিখের ভিত্তিতে নির্ধারিত হবে।
৪. তালিকা প্রকাশ
২৮ ডিসেম্বর ২০২৫ – নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
৫. ভর্তির তারিখ
শ্রেণি ভর্তির তারিখ
পঞ্চম ২ জানুয়ারি ২০২৬ (চূড়ান্ত সিদ্ধান্ত বিদ্যালয় কর্তৃপক্ষ দেবে)
ষষ্ঠ ৩ জানুয়ারি ২০২৬
নবম ৫ জানুয়ারি ২০২৬
সপ্তম ও অষ্টম শ্রেণির ক্ষেত্রে কোনো ভর্তি গ্রহণ করা হবে না।
৬. ভর্তির ফি
২৪০ টাকা মাত্র (সকল শ্রেণির নতুন ভর্তি প্রার্থীদের জন্য অভিন্ন)।
৭. বাধ্যতামূলক নথিপত্র
৭.১ জন্মসনদ
জন্মসনদ জমা দেওয়া বাধ্যতামূলক।
জন্মতারিখ, নাম ও বয়স অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড ও অভিভাবকের পরিচয়পত্রের সঙ্গে মিলতে হবে।
কোনো নথিতে অমিল থাকলে আগে সংশোধন করতে হবে; নথি সংশোধন না হলে ভর্তি গ্রহণ করা হবে না।
৭.২ পরিচয়পত্রে মিল
অভিভাবকের আধার কার্ড ও ভোটার কার্ডে নামের মিল থাকা বাধ্যতামূলক।
৭.৩ মোবাইল নম্বর
২টি সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে।
OTP, নোটিশ ও স্কলারশিপ সংক্রান্ত তথ্য এই নম্বরেই পাঠানো হবে।
৭.৪ ব্যাংক সংক্রান্ত তথ্য (স্কলারশিপের জন্য)
ছাত্র/ছাত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
IFSC কোড
পাসবুকের প্রথম পাতার কপি
আধার কার্ডের কপি
জাতি প্রমাণপত্র (SC/ST/OBC হলে)
পাসপোর্ট সাইজের ছবি – ২ কপি
৮. এরিয়া ভিত্তিক ভর্তি নীতি
৮.১ নিজস্ব এলাকার ঠিকানার ভিত্তিতে ভর্তি
রেশন কার্ড/আধার/ভোটার কার্ডে উল্লিখিত ঠিকানার সঙ্গে মিল থাকলেই ভর্তি প্রদান করা হবে। কোনো অসামঞ্জস্য থাকলে আগে নথি সংশোধন করতে হবে।
৮.২ ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত এলাকা
কালিনগর, এলাহীটোলা, তোক্কিটোলা, যাত্রী টোলা, বড় কামাত, ছোট কামাত, চাঁদনী চক, জ্বরলাহি, মুন্নাটোলা, মুন্না টোলা, মুরাদটোলা, মুরাদ টোলা, শ্যামটোলা, রাজু টোলা, সোবরাতিটোলা ও সহেরা টোলা।
৮.৩ নবম শ্রেণির জন্য নির্ধারিত এলাকা
নবম শ্রেণির ভর্তি শুধুমাত্র নিম্নলিখিত এলাকা ও অঞ্চল থেকে গ্রহণ করা হবে—
এলাহীটোলা, তোক্কিটোলা, যাত্রী টোলা, বড় কামাত, ছোট কামাত, চাঁদনী চক, জ্বরলাহি, জ্বরলাহি শিসা, মুন্নাটোলা, মুরাদটোলা, রাজু টোলা, শ্যামটোলা, সোবরাতিটোলা, কৃষ্ণপুর চামা, মাদারীটোলা, জাগিরটোলা, কালিনগর ও সহেরা টোলা।
৯. বিশেষ দিকনির্দেশ
১. সমস্ত নথির মূল কপি ও ফটোকপি একসঙ্গে জমা দিতে হবে।
২. কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে ভর্তি বাতিল হতে পারে।
৩. এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আদেশক্রমে
বিদ্যালয় কর্তৃপক্ষ
Apply Now For Class VI (Date is Over)
Apply Now For Class IX (Date is Over)