বিদ্যালয়ের নিয়ম কানুন :

বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত সকল নিয়ম একযোগে মেনে চলা বাধ্যতামূলক:

1. সময়ানুবর্তিতা — প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।

2. ইউনিফর্ম — নির্ধারিত ইউনিফর্ম পরিচ্ছন্নভাবে পরিধান করতে হবে এবং আইডি কার্ড বাধ্যতামূলক।

3. শ্রেণীকক্ষের শৃঙ্খলা — ক্লাস চলাকালীন অপ্রয়োজনীয় কথা বলা, হৈচৈ করা বা বিনা অনুমতিতে শ্রেণীকক্ষ ত্যাগ করা যাবে না।

4. সাইকেল সংক্রান্ত নিয়ম — সাইকেল কেবল স্কুল মাঠে রাখতে হবে; রাস্তায় বা কারো বাড়ির পাশে নয়। সাইকেল চুরি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী নয়; প্রত্যেকে নিজের সাইকেল নিজ দায়িত্বে তালা মেরে রাখবে।

5. টিফিন সংক্রান্ত নিয়ম — টিফিনের সময় কেবল মাত্র মেয়েদের বিদ্যালয়ের বাইরে বেরোনো যাবে না; বাড়ি থেকে টিফিন বক্স ও জলের বোতল আনতে হবে।

6. পরিচ্ছন্নতা — প্লাস্টিক ক্যারি ব্যাগ বা কাগজ নিয়ে বিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ। যেখানে সেখানে থুতু ফেলা বা বর্জ্য ফেলা যাবে না; সমস্ত আবর্জনা ডাস্টবিনে ফেলতে হবে।

7. স্কুল পরিসরে আচরণ — করিডোর, মাঠ বা অন্যান্য স্থানে অকারণে ভিড় করা বা শোরগোল করা যাবে না।

8. মোবাইল ও নিষিদ্ধ সামগ্রী — মোবাইল ফোন, ইয়ারফোন বা অন্য নিষিদ্ধ জিনিস বিদ্যালয়ে আনা যাবে না।

9. পরীক্ষার শৃঙ্খলা — পরীক্ষার সময় নকল বা অন্য অনৈতিক কাজ করলে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

10. বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা — বেঞ্চ-ডেস্ক বা যেকোনো সম্পত্তি নষ্ট করলে অভিভাবকের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হবে।

11. অভিভাবক-যোগাযোগ — সাধারণ বিষয় নিয়ে সরাসরি প্রধান শিক্ষকের কাছে যাওয়া যাবে না; সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক বা করণিকের সাথে যোগাযোগ করতে হবে।

12. শ্রেণিকক্ষ ক্যাপ্টেন ব্যবস্থা — প্রতিটি ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন হবে; তার নির্দেশ মেনে চলতে হবে। ক্যাপ্টেনের কথা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

13. সহপাঠীদের সঙ্গে আচরণ — ঝগড়া, রূঢ় ব্যবহার, হুমকি দেওয়া বা মানসিক/শারীরিকভাবে কারো ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

14. বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান — স্কুল ছুটির পর অকারণে বিদ্যালয়ে অবস্থান করা যাবে না।

15. স্কুলড্রেস পরে বিদ্যালয়ের বাইরে শৃঙ্খলা — স্কুলড্রেস পরে কোনো অনুচিত আচরণ করলে তা বিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গ হিসাবে গণ্য হবে।

16. টিফিন সময় সংক্রান্ত নিয়ম
টিফিনের সময় কেবলমাত্র মেয়েদের বাইরে বেরোনো সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

17. নির্দিষ্ট বিল্ডিং-এ অবস্থান - যে বিল্ডিং-এর ছাত্র-ছাত্রী, তারা সেই বিল্ডিং-এর নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। কোনো বিল্ডিং-এর ছাত্র-ছাত্রী অন্য বিল্ডিং-এ যাবে না। একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে এই নিয়ম বাধ্যতামূলক।

18. কমন রুম ব্যবহারের নিয়ম (একাদশ এবং দ্বাদশ) - যাদের কোনো সাবজেক্টের ক্লাস থাকবে না, তারা নির্দিষ্ট কমন রুমে বসে থাকবে। ছেলেরা বয়েজ কমন রুমে এবং মেয়েরা গার্লস কমন রুমে অবস্থান করবে।

19. উপস্থিতির হার - প্রতিটি ছাত্র-ছাত্রীর ন্যূনতম ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক।

20. স্কলারশিপ সংক্রান্ত নির্দেশ - সমস্ত স্কলারশিপের আবেদন নির্দিষ্ট তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিসে জমা করতে হবে। কোনো স্কলারশিপ কোনো ছাত্র-ছাত্রী না পেলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিশেষ করে কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ফর্ম নিতে ও জমা করতে হবে। কোনো ছাত্রী বিবাহিত হলে সে আর কন্যাশ্রী প্রকল্পের আওতায় আসবে না।

21. অতিরিক্ত স্কলারশিপ নির্দেশ (বিদ্যালয়ের স্বার্থে) - ছাত্র-ছাত্রীদের জন্মতারিখ, ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য বিদ্যালয়ে সঠিকভাবে জমা দিতে হবে। তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে স্কলারশিপ বাতিল হতে পারে, এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। স্কলারশিপ প্রসেসিং চলাকালীন বারবার অফিসে ভিড় না করে নির্দিষ্ট দিনে যোগাযোগ করতে হবে।

ধন্যবাদান্তে
বিদ্যালয় কর্তৃপক্ষ